ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

ঘূর্ণিঝড় রিমাল: রামগতিতে মেঘনার বাঁধে ধস, মেরামতের চেষ্টা নৌ-পুলিশের 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, মে ২৮, ২০২৪
ঘূর্ণিঝড় রিমাল: রামগতিতে মেঘনার বাঁধে ধস, মেরামতের চেষ্টা নৌ-পুলিশের 

লক্ষ্মীপুর: ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী এলাকার মেঘনা নদীর তীররক্ষা বাঁধের কয়েকটি স্থানে ধস নেমেছে।  

রোববার (২৬ মে) রাত থেকে সোমবার (২৭ মে) শেষরাত পর্যন্ত রিমালের প্রভাবে ঝড়-বৃষ্টি হয়েছে।

রিমালের প্রভাবে এসেছে জোয়ার। এ জোয়ারের তোড়ে বাঁধের বিভিন্ন স্থানে অন্তত নয়টি গর্ত হয়েছে। এতে পুরোপুরি বিধ্বস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে বাঁধটি।  

বাঁধ ক্ষতিগ্রস্ত হলে রামগতি বাজার ভাঙন ঝুঁকিতে পড়বে।  

এদিকে বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা বাঁধ মেরামতের চেষ্টা করছেন। ভাঙন ঠেকাতে বিধ্বস্ত স্থানে জিওব্যাগ এবং ব্লক বসিয়েছেন তারা।

বড়খেরী নৌ-পুলিশের ইনচার্জ (পরিদর্শক) ফেরদৌস আহমেদ বলেন, ঘূর্ণিঝড় রিমালের সময় মেঘনার জোয়ারের পানি বাঁধে আঘাত হানে। এতে বাঁধের অন্তত নয়টি স্থানে বড় বড় গর্ত হয়। জোয়ারের তোড়ে বাঁধের মাটি সরে গেছে। ঝুঁকিপূর্ণ বাঁধটি রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডকে আমরা সহযোগিতা করে যাচ্ছি। আমাদের নৌ-পুলিশের সদস্যরা বাঁধ মেরামতে কাজ করছেন। বাঁধের বিধ্বস্ত স্থানে জিওব্যাগ ও ব্লক বসানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, মে ২৮, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।