ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফুটবল

নিষ্প্রভ এমবাপ্পে, ঘরের মাঠে হোঁচট পিএসজির

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
নিষ্প্রভ এমবাপ্পে, ঘরের মাঠে হোঁচট পিএসজির

পুরো ম্যাচে প্রায় খুঁজেই পাওয়া গেল না কিলিয়ান এমবাপ্পেকে। তারপরও দুই গোলে এগিয়ে গিয়েছিল পিএসজি।

কিন্তু শেষ পর্যন্ত দুই গোলই শোধ করে প্যারিসিয়ানদের রুখে দিয়েছে ব্রেস্ট।

ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে ফরাসি লিগ ওয়ানের ম্যাচটিতে ২-২ ড্র নিয়ে মাঠ ছেড়েছে লুইস এনরিকের শিষ্যরা। যদিও ১৯ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষেই রয়েছে তারা। দুইয়ে থাকা নিসের চেয়ে যা ৬ পয়েন্ট বেশি। আর ব্রেস্ট ৩৫ পয়েন্ট নিয়ে আছে তিনে।

স্প্যানিশ উইঙ্গার মার্কো আসেনসিও এবং ফরাসি ফরোয়ার্ড রঁদাল কোলো মুয়ানির গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছিল পিএসজি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ষষ্ঠ জয়ের সম্ভাবনা ছিল তাদের সামনে। তবে তাদের সেই সম্ভাবনা দ্বিতীয়ার্ধে কেড়ে নেয় সফরকারীরা। পিএসজির সবচেয়ে বড় তারকা এমবাপ্পে দুই অর্ধেই ছিলেন নিষ্প্রভ।

৫৫তম মিনিটে মাহদি কামারার বাঁকানো শটে জাল খুঁজে নিলে ব্যবধান কমায় ব্রেস্ট। এরপর ৮০তম মিনিটে মাথিয়াস পেরেইরার বুদ্ধিদীপ্ত ফ্লিকে স্বস্তির ড্র নিয়ে ফেরে তারা। শেষদিকে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন পিএসজির ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলা। হতাশার ড্র নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।