ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফুটবল

বড় জয়ে উজ্জীবিত ভারত

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৪
বড় জয়ে উজ্জীবিত ভারত

সাফ অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে আজ ভুটানকে ১০-০ গোলে হারিয়ে যাত্র শুরু করেছে ভারত। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশ।

বড় জয়ে দলের খোলোয়াড়রা উজ্জীবিত রয়েছেন বলে জানিয়েছেন ভারতের কোচ শুক্লা দত্ত।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদকে কঠিন প্রতিপক্ষ হিসেবে জানিয়েছেন ভারতের কোচ শুক্লা। তবে পরের সব ম্যাচেই জয়ের বিষয়ে আশাবাদী তিনি। শুক্লা বলেন, ‘এই জয় শুধু বাংলাদেশ ম্যাচই নয়, নেপাল ম্যাচেও আমাদের উজ্জীবিত করবে। আমার তিনটি ম্যাচই জিততে চাই। ধাপে ধাপে। এই তিন ম্যাচ জিতলে কী হবে জানি না তবে সবগুলো ম্যাচই জিততে চাই। এখানে এসছি জেতার জন্য। আমাদের লক্ষ্য জয়ের। ’

আসর শুরুর আগে বাংলাদেশের কোচ সাইফুল বারী টিটু বলেছিলেন প্রথম ম্যাচটা বাংলাদেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ কারণ পরের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে তারা ভারতের খেলা দেখার সুযোগ পাবেন। সুযোগ পাবেন ভারতের শক্তি দূর্বলতা নিয়ে কাজ করার। ভারতের কোচ শুক্লা বলেন, ‘বাংলাদেশ ভালো একটা দল। ওরা নিশ্চয়ই আমাদের ম্যাচ দেখেছে। ওরা ওদের মতো তৈরি করবে, আমরা আমাদের মতো তৈরি করব। আমার মনে হয় না আজকের ম্যাচের গোল ওদের কাছে গুরুত্বপূর্ণ হবে। ’

‘বাংলাদেশে আমি একদমই নতুন না। এর আগেও এখানে এসেছি। বাংলাদেশে এসে কিন্তু আমি জিতেছিলাম। এবারও সেটাই লক্ষ্য। কোনো সন্দেহ নেই, খুব ভালো দল। দারুণ উন্নতি করেছে। গত বছর সব ট্রফিও জিতেছে। নিশ্চয় ওরা ভালো, নইলে সব শিরোপা জিতবে কেন! সেদিক থেকে অনেক প্রতিদ্বন্দ্বিতা বেড়ে গেল। ’

‘আমার আকাঙ্ক্ষা, আমার লক্ষ্যটা বড় হওয়া দরকার কারণ বাংলাদেশ জিতেছে। বাংলাদেশ যখন ভালো দলের সঙ্গে জিতছে, আমাদেরও জেতা উচিৎ। বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ দলকে যতটুকু দেখেছি ওরা খুব ভালো দল। ওদের পরিচর্যাটাও ভালো। এখানে আসার আগে ওদের সম্পর্কে জেনেছি। কে কে কোচিং করছে, কোথায় কোচিং করছে সেগুলো আমার সব জানা। ’ যোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।