ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সাফের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারতের মেয়েরা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৪
সাফের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারতের মেয়েরা

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে গত রবিবার (৪ ফেব্রুয়ারি) ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। গতকাল হেরে যাওয়া ভারত আজ নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের সঙ্গী হয়েছে।

নেপালের বিপক্ষে ৪-০ গোলে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারতীয় মেয়েরা।

আজ কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালের বিপক্ষে প্রথমার্ধে গোলের দেখা পায়নি ভারত। দ্বিতীয়ার্ধে এক হালি গোল দিয়েছে শুক্লা দত্তের শিষ্যরা।

ম্যাচের ৫৪ মিনিটে শিবানী দেবীর পাসে টিম ইন্ডিয়াকে লিড এনে দেন নেহা। ৮১ মিনিটের মাথায় দূরপাল্লার আচমকা শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৮৬ মিনিটের মাথায় সুলাঞ্জনা রাউল করেন লক্ষ্যভেদ। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নেহার ক্রসে বল জালে জড়িয়ে নেপালের কফিনে শেষ পেরেক ঠুকে দেন চিন্ডে কলনে।

চার দলের টুর্নামেন্টে প্রত্যেক তিন ম্যাচ করে খেলবে। ভারত ও নেপাল ইতোমধ্যে তিনটি করে ম্যাচ খেলেছে। তিন ম্যাচ শেষে ভারত ৬ পয়েন্ট অর্জন করেছে। নেপাল বাংলাদেশের পর ভারতের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। আগেই বিদায় নিশ্চিত হয়েছে দুই ম্যাচ হারা ভূটানের।

ভুটানের বিপক্ষে পাওয়া ১-০ গোলের জয়ই একমাত্র প্রাপ্তি হয়ে থাকল নেপালের। দুই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল গত আসরের রানার্সআপরা।

অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০- এই তিন ফরম্যাটে বয়সভিত্তিক প্রতিযোগিতাটি এর আগে মাঠে গড়িয়েছে সব মিলিয়ে মোট চারবার। তিন বার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

একবার শিরোপা জিতেছে ভারত। ২০২২ সালে অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের প্রতিযোগিতায়। সেবার গ্রুপ পর্ব ও ফাইনাল-দুই ম্যাচেই ভারতের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।