ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ফুটবল

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ল স্পেনের কোচ ফুয়েন্তের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
২০২৬ বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ল স্পেনের কোচ ফুয়েন্তের

কাতার বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে বিদায় নেওয়ার পর স্পেনের কোচিং থেকে অব্যাহতি পান লুইস এনরিকে। পরবর্তীতে তার স্থলাভিষিক্ত হন লুইস দে লা ফুয়েন্তে।

এবার তার চুক্তির মেয়াদও বেড়েছে। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দলটির দায়িত্ব পালন করবেন তিনি।

গতকাল এক বিবৃতিতে বিষয়টি জানায় রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। চলতি বছরের জুন মাস পর্যন্ত স্পেনের সঙ্গে চুক্তি ছিল ফুয়েন্তের। সেটি বাড়িয়ে এখন ২০২৬ সাল পর্যন্ত থাকবেন তিনি।  

২০২২ বিশ্বকাপের শেষ ষোলোতে নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূন্য ড্র হওয়ার পর ম্যাচ টাইব্রেকারে গড়ালে মরক্কোর কাছে হেরে বিদায় নেয় স্পেন। এরপর চাকরি হারান তখনকার কোচ এনরিকে। পরবর্তীতে ফুয়েন্তেকে কোচ হিসেবে নিয়োগ দেয় স্পেন।  

ফুয়েন্তের কোচিংয়ে গত বছর প্রথমবারের মতো উয়েফা নেশন্স লিগের শিরোপা জেতে স্পেন। এছাড়া বাছাইপর্ব পেরিয়ে ২০২৪ ইউরোর মূল পর্বেও জায়গা করে নেয় দলটি। আগামী জুন-জুলাইয়ে জার্মানিতে বসবে ইউরোপ শ্রেষ্ঠত্বের এই আসর।  

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।