ঢাকা, মঙ্গলবার, ২ পৌষ ১৪৩১, ১৭ ডিসেম্বর ২০২৪, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

আতলেতিকো ম্যাচে ইয়ামালকে পাচ্ছে না বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
আতলেতিকো ম্যাচে ইয়ামালকে পাচ্ছে না বার্সা

বয়স ১৭ পেরিয়েছে সবে! এর মধ্যেই বার্সেলোনার নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন তিনি। তবে চলতি মৌসুমে চোট তার পিছু ছাড়ছে না।

গোড়ালির ইনজুরির কারণে এবার তিন থেকে চার সপ্তাহের জন্য ছিটকে গেলেন লামিনে ইয়ামাল। ইনজুরিতে থাকায় তাই বার্সার হয়ে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বছরের শেষ ম্যাচটি খেলতে পারছেন না এই ফরোয়ার্ড।

এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে বার্সা। কাতালান ক্লাবটি জানায়, ‘ইয়ামাল গোড়ালির সামনের লিগামেন্টে হালকা চোট (গ্রেড-১) পেয়েছেন। যার ফলে তাকে ৩-৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ’ 

এমনিতে লা লিগায় সময়টা ভালো যাচ্ছে না বার্সা। গতকাল অপেক্ষাকৃত দুর্বল লেগানেসের কাছে ঘরের মাঠে ১-০ গোলে হেরেছে তারা। ম্যাচের ১৬ মিনিটে গোড়ালিতে চোট অনুভব করেন ইয়ামাল। কিন্তু তারপরও ৭৫ মিনিট পর্যন্ত খেলা চালিয়ে যান তিনি। পরে তার বদলি হিসেবে নামেন গাভি।

চলতি মৌসুমে এখন পর্যন্ত ৬ গোল ও ১১ অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে তার চেয়ে বেশি অ্যাসিস্ট আছে কেবল দুজনের।

এদিকে, আগামী শনিবার লা লিগায় আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা। ১৮ ম্যাচ শেষে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। সমান পয়েন্ট থাকলেও এক ম্যাচ কম খেলে দুইয়ে আতলেতিকো।  

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪ 
এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।