ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

ফুটবল

স্পেন দল থেকে ছিটকে গেলেন বার্সা তারকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, জুন ১, ২০১৭
স্পেন দল থেকে ছিটকে গেলেন বার্সা তারকা সার্জিও রবার্টো-ছবি:সংগৃহীত

স্পেন জাতীয় দলের দুটি ম্যাচকে সামনে রেখে দল থেকে ছিটকে গেলেন বার্সেলোনা তারকা সার্জিও রবার্টো। কলম্বিয়া ও মেসিডোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ ও বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে খেলতে নামবে ২০১০ বিশ্ব চ্যাম্পিয়নরা।

গত ২১ মে লা লিগায় বার্সার শেষ ম্যাচে এইবারের বিপক্ষে মাঠে নেমেছিলেন রবার্টো। তবে সে ম্যাচে চোট পেলেও স্পেন আশা করেছিল ২৫ বছরের এ তারকা জাতীয় দলের ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন।

বার্সা সে সময় রবার্টোকে ১০ দিনের বিশ্রাম দিয়েছিল। তবে পরবর্তীতে যেভাবে তার সুস্থতা আশা করা হয়েছিল সেভাবে তিনি ফিটনেস ফিরে পাননি। ফলে আন্তর্জাতিক ছুটিতে তিনি স্পেনের হয়ে খেলতে পারছেন না।

আগামী বুধবার মুরসিয়াতে কলম্বিয়াকে আতিথিয়েতা দেবে স্পেন। আর ১১ জুন মেসিডোনিয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে যাবে লা রোজারা। এদিকে রবার্টো না থাকলেও বার্সার অন্য চার তারকা জেরার্ড পিকে, জর্দি আলবা, আন্দ্রেস ইনিয়েস্তা ও সার্জিও বুসকেটস এই দলে আছেন।

বাংলাদেশ সময়: ঘণ্টা, ০১ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।