ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ফুটবল

শিরোপা জিতলো ম্যানসিটি, শেষ পর্যন্ত লড়েছে লিভারপুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০১ ঘণ্টা, মে ১৩, ২০১৯
শিরোপা জিতলো ম্যানসিটি, শেষ পর্যন্ত লড়েছে লিভারপুল জয়ের পর ম্যান সিটির উল্লাস

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের অন্যতম দুই দাবিদার ছিল ম্যানেচেস্টার সিটি ও লিভারপুল। দু'দলের  মধ্যে পয়েন্ট ব্যবধান ছিল এক পয়েন্টের। একটু হোঁচট খেলেই শিরোপা জয়ের আশা শেষ হয়ে যাবে। সেই চাপ নিয়েই প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে রোববার  (১২ মে) রাতে আলাদা খেলায় মাঠে নামে ম্যানসিটি ও লিভারপুল। ব্রাইটন হোভ অ্যালবিওনের মুখোমুখি হয় সিটিজেনরা। একই সময় উলভারহ্যাম্পটনের বিপক্ষে মাঠ নামে লিভারপুল।

লিভারপুলকে কোনো রকম সুযোগ দেয়নি ম্যানচেস্টার সিটি। ব্রাইটন হোভ অ্যালবিওনকে ৪-১ গোলে বিধ্বস্ত করে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপ ধরে রাখে সিটিজেনরা।

অ্যামেক্স স্টেডিয়ামে অবশ্য সিটিজেনদের শুরুটা ভালো হয়নি। ম্যাচের ২৭ মিনিটে পিছিয়ে পড়ে ম্যানসিটি। প্যাসকেলের কর্নার থেকে হেড দিয়ে ব্রাইটনকে ১-০ গোলে এগিয়ে দেন গ্লেন মারে।

গোল করার একটি দৃশ্যতবে লিডটা এক মিনিটের বেশি স্থায়ী হয়নি। ২৮ মিনিটে ম্যানসিটির একটি ধারাবাহিক পরিকল্পিত আক্রমণ থেকে ডেভিড সিলভার ব্যাকহিল পাস থেকে পেনাল্টি বক্সের ভেতরে বাম পাশে বল পেয়ে যান সার্জিও অ্যাগুয়েরো। ডান পায়ের শটে ব্রাইটন গোলরক্ষককে পরাস্ত করেন এ আর্জেন্টাইন স্ট্রাইকার।

গোলের জন্য মরিয়া সিটিজেন শিবির আক্রমণের গতি বাড়িয়ে দেয়। ৩৮ মিনিটে সাফল্যও পেয়ে যায় তারা। রিয়াদ মেহরেজের কর্নার থেকে হেড দিয়ে অ্যাই¤্রকি ল্যাপোর্ট ম্যানসিটিকে ২-১ গোলের লিড এনে দেন।

গোলের পর উল্লাসবিরতির পর আক্রমণের ধার বাড়িয়ে দেয় ম্যানসিটি। ৬৩ মিনিটে ডেভিড সিলভার পাসে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে বল জালে জড়ান রিয়াদ মেহরেজ। শিরোপা জয় অনেটাই নিশ্চিত হয়ে যায় সিটিজেনদের।

৭২ মিনিটে ব্যবধান বাড়ায় ম্যানসিটি। ফ্রি-কিক থেকে ডান পায়ের বাঁকানো শটে দারুণ এক গোল করেন গুনডুগান।  

ম্যাচের বাকিটা সময় এককে পর এক আক্রমণ চালিয়েও আর ব্যবধান বাড়াতে পারেনি ম্যানসিটি। ফলে শেষ পর্যন্ত ৪-১ গোলের জয়ে টানা দ্বিতীয়বারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তোলে গার্দিওলার শিষ্যরা।

অন্য ম্যাচে সাদিও মানের জোড়া গোলে উলভারহ্যাম্পটনকে ২-০ গোলে হারিয়ে রানার্স আপ হয়েছে লিভারপুল।

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘন্টা, মে ১২, ২০১৯
আরএআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।