ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ফুটবল

ডিসেম্বরে ক্লাব বিশ্বকাপে খেলতে কাতার যাবে লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জুন ৪, ২০১৯
ডিসেম্বরে ক্লাব বিশ্বকাপে খেলতে কাতার যাবে লিভারপুল চ্যাম্পিয়নস লিগের শিরোপা হাতে লিভারপুলের তারকারা: ছবি-সংগৃহীত

ফিফা ক্লাব বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ডিসেম্বরে কাতার যাবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল। সদ্য টটেনহামকে হারিয়ে ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছে অল রেডসরা।

বার্ষিক এই টুর্নামেন্টে ছয় মহাদেশের চ্যাম্পিয়ন ছয়টি ক্লাব অংশগ্রহণ করে। চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ী দল সরাসরি খেলে সেমিফাইনালে।

 

২০১৯ ও ২০২০ ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন করবে কাতার। প্রথমবারের মতো ২০২২ বিশ্বকাপ ফুটবলও আয়োজন করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের এই ধনী দেশটি।  

গত আসরে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনকে ৪-১ ব্যবধানে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ জিতে ২০১৭-১৮ চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগের মতো রেকর্ড টানা তিনবার ক্লাব বিশ্বকাপ জিতেছে লস ব্লাঙ্কোসরা। সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়নও তারা।  

ফিফা ক্লাব বিশ্বকাপ শুরু হয় ২০০০ সাল থেকে। লিভারপুল মাত্র একবার ক্লাব বিশ্বকাপের ফাইনাল খেলেছে। ২০০৫ সালে এসি মিলানকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ী অলরেডসরা ক্লাব বিশ্বকাপের ফাইনালে হেরে যায় ব্রাজিলের ক্লাব সাও পাওলোর কাছে।  

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, জুন ০৪, ২০১৯ 
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।