ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ফুটবল

সিলেট বিভাগ জয় করলো চুনারুঘাটের চা-কন্যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
সিলেট বিভাগ জয় করলো চুনারুঘাটের চা-কন্যারা

হবিগঞ্জ: উপজেলা, জেলা ও সর্বশেষ সিলেট বিভাগীয় পর্যায়ের নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে চুনারুঘাট উপজেলার চা বাগানের উদয়ন উচ্চ বিদ্যালয়।

মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদ্রাসা ও কারিগরি বিদ্যালয়ের ৪৮তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার নারী ফুটবল খেলায় সিলেট বিভাগে এ কৃতিত্ব অর্জন করেছে তারা।  

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

 

খেলায় বিভাগীয় পর্যায়ের প্রথমে সিলেটকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে উদয়ন উচ্চ বিদ্যালয়। পরে ফাইনালে সুনামগঞ্জকে হারিয়ে তারা বিভাগীয় চ্যাম্পিয়ন হয়। উদয়ন উচ্চ বিদ্যালয় এখন আঞ্চলিক পর্যায়ে অংশ নেবে।

এর আগে, উদয়ন উচ্চ বিদ্যালয় উপজেলা পর্যায়ে ও পরে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বিদ্যালয়টি নতুন প্রতিষ্ঠিত চা-বাগানের একটি স্কুল। চা-শ্রমিক কন্যাদের এমন বিজয়ে উপজেলা ও জেলা প্রশাসন তাদের অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।