ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ফুটবল

অনূর্ধ্ব-১৮ ফুটবলে সেমিফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
অনূর্ধ্ব-১৮ ফুটবলে সেমিফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাব

অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে উঠেছে সাইফ স্পোর্টিং ক্লাব। চতুর্থ কোয়ার্টার ফাইনালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২-১ গোলে হারিয়েছে তারা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ২৯ মিনিটে সুজন মাহাতের গোলে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং। প্রথমার্ধে লিড ধরে রাখে তারা।

বিরতির পর ম্যাচে ফিরতে চেষ্টা করে শেখ জামাল।
 
সমতায় ফিরতে ৮০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় শেখ জামালকে। মোহাম্মদ জীবনের গোলে সমতায় ফেরে ধানমন্ডি পাড়ার ক্লাবটি।
 
তবে ম্যাচের ৮৯ মিনিটে ফের গোলের দেখা পায় সাইফ স্পোর্টিং। ইমন মোল্লার পা থেকে আসে জয়সূচক গোলটি।
 
বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
আরএআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।