ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফুটবল

পিএসজিকে আবারো জেতালেন নেইমার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
পিএসজিকে আবারো জেতালেন নেইমার পিএসজিকে আবারো জেতালেন নেইমার

ফ্রেঞ্চ ফুটবল লিগে ছুটেই চলেছে নেইমার ম্যাজিক। আবারও দলের জয়ে ভূমিকা রেখেছেন এই ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার। তার একমাত্র গোলে বোর্দোকে হারিয়েছে টমাস টুখেলের শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পিএসজি। ৩০ মিনিটে দু’টি গোলের সুযোগ হাতছাড়া হয় তাদের।

গোলরক্ষকের কল্যাণে গোল বঞ্চিত হয় তারা।

তবে সবচেয়ে সহজ গোলে সুযোগ নষ্ট করেন নেইমার। ৪৪ মিনিটে পেনাল্টি বক্সের ডান দিক থেকে তমা মুনিয়ের উঁচু করে বাড়ানো বল পেয়ে কাছ থেকে লক্ষ্যভ্রষ্ট শটে বল বাইরে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

সাফল্যের দেখা পেতে পিএসজিকে অপেক্ষা করতে হয় ৭০ মিনিট পর্যন্ত। ইনজুরি থেকে ফিরে বদলি হিসেবে নামা ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে বল নিয়ে খিপ্রগতিতে ডি বক্সে ঢুকে গোলমুখে বাড়িয়ে দেন। সেই বল আলতো টোকায় জালে পাঠান নেইমার।

নেইমারের এই গোলেই শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে টুখেলের দল। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি।

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
আরএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।