ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

ত্রিপুরায় ফের বন্য হাতির তাণ্ডব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, মে ১৬, ২০২৪
ত্রিপুরায় ফের বন্য হাতির তাণ্ডব ফাইল ছবি

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার খোয়াই জেলার বিভিন্ন অঞ্চলে তাণ্ডব চালিয়েই যাচ্ছে বন্য দাঁতাল হাতি। এবার হাতির দল খোয়াই জেলার তেলিয়ামুড়ার বালুছড়া এলাকায় ঢুকে তাণ্ডব চালায়।

 

বুধবার (১৫ মে) রাতে হাতির দল একাধিক কৃষকের কৃষিক্ষেত তছনছ করে ফেলে। এতে সর্বস্বান্ত হয়েছেন একাধিক কৃষক। ক্ষতিগ্রস্তদের আশঙ্কা, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক লক্ষাধিক রুপি।

এদিকে তেলিয়ামুড়ার বিস্তীর্ণ বনাঞ্চলে বন্য দাঁতাল হাতি ঠেকাতে স্থানীয় বন দপ্তরের ব্যর্থতার কথা বলছেন জনসাধারণ। তারা এজন্য ক্ষোভ প্রকাশ করেছেন।  

গত রাতের ঘটনার বিবরণ দিতে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক সুরজিৎ ভৌমিক বলেন, যখন এলাকায় বন্য দাঁতাল হাতির দল আক্রমণ করে, তখন বন দপ্তরের কর্তাদের টিকির নাগাল পাওয়া যায় না। হাতির দল যদি রাতে আক্রমণ করে পরদিন সকালেও বন কর্তাদের ছায়া পর্যন্ত ঘটনাস্থলের আশপাশে দেখা যায় না।  

ক্ষতিগ্রস্তদের দাবি, সরকার যেন বন্য দাঁতাল হাতির আক্রমণের এই সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা নেয়।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, মে ১৬, ২০২৪
এসসিএন/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।