ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ভারত

আগরতলায় ৩ বাংলাদেশি আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, মে ৩০, ২০২৪
আগরতলায় ৩ বাংলাদেশি আটক 

আগরতলা (ত্রিপুরা): উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় তিন বাংলাদেশি আটক হয়েছেন। চন্দ্রপুর এলাকার আন্তঃরাজ্য বাসস্ট্যান্ড থেকে তারা আটক হন।

বৃহস্পতিবার (৩০ মে)  তাদের পূর্ব আগরতলা থানায় নিয়ে আসে পুলিশ। আটকদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তারা কাজের উদ্দেশ্যে পাঞ্জাব যেতে চেয়েছিলেন বলে জানান।  

পূর্ব আগরতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জিত সেন জানান, বাংলাদেশের কুমিল্লা থেকে ত্রিপুরার সোনামুড়া সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করেন তারা।  

আটকরা হলেন, মোহাম্মদ নূর, মোহাম্মদ আব্দুল্লা ও আসমাউল হুসনা। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মে ৩০, ২০২৪
এসসিএন/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।