ট্রেনে আগুন লাগার খবরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। কেউ একজন চেইন টেনে ট্রেন থামান।
জানা গেছে, বাঁচার তাগিদে তারা যেই ট্রেন থেকে ঝাঁপ দিয়েছিলেন - তাতে আগুন লাগেনি, গুজব রটেছিল।
স্থানীয় বুধবার (২২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ভারতের মহারাষ্ট্র রাজ্যের উত্তরাঞ্চলে মুম্বাই থেকে ৪০০ কিলোমিটারের বেশি দূরে জলগাঁও জেলায় এই দুর্ঘটনা ঘটে।
জলগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) ড. মহেশ্বর রেড্ডি বলেন, পুষ্পক এক্সপ্রেসে আগুন লাগার গুজবের কারণে আতঙ্কিত হয়ে লোকজন কোচ থেকে লাফিয়ে পড়ে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে কেন্দ্রীয় রেলওয়ের প্রধান মুখপাত্র স্বপ্নিল নীলা বলেন, আগুন ধরার গুজবে বিকেল পাঁচটার দিকে ট্রেনে কোনো এক যাত্রী চেইন টান দিলে ট্রেনটি সেখানে থামে। তখন কিছু যাত্রী পুষ্পক এক্সপ্রেস থেকে লাফ দেন। তখন পাশের রেললাইন দিয়ে বেঙ্গালুরু থেকে দিল্লিগামী কর্ণাটক এক্সপ্রেসের সঙ্গে তাদের ধাক্কা লাগে।
পাচোরার কাছে মাহেজি ও পারধাদে স্টেশনের মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।
আগুন লাগার গুজব রটল কীভাবে প্রশ্নে রেল বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা পিটিআইকে বলেছেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, পুষ্পক এক্সপ্রেসের একটি কোচের ভেতরে স্ফুলিঙ্গ দেখা দিয়েছিল। এতে কিছু যাত্রী ভয় পেয়ে যান। সেখান থেকে আগুন লাগার গুজব ছড়ায়।
জেলা কালেক্টরের বরাতে রাজ্যের মন্ত্রী গিরিশ মহাজন স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, লখনউ–মুম্বাই রুটে চলাচলকারী পুষ্পক এক্সপ্রেসের যাত্রী ছিলেন দুর্ঘটনাকবলিতরা।
বাংলাদেশ সময়: ০০৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
ভিএস/এসএএইচ