ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ভারত

স্বস্তি দিয়ে পশ্চিমবঙ্গে করোনা শনাক্তের সংখ্যা নিম্নমুখী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
স্বস্তি দিয়ে পশ্চিমবঙ্গে করোনা শনাক্তের সংখ্যা নিম্নমুখী

কলকাতা: পশ্চিমবঙ্গে অনেকটাই কমেছে দৈনিক করোনা শনাক্তের সংখ্যা। তবে উদ্বেগ বাড়িয়েছে গত ২৪ ঘণ্টার মৃত্যু সংখ্যা।

 

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, একদিনে রাজ্যে করোনা শনাক্ত ৬১৫ জন। এর ফলে রাজ্যে আক্রান্তের হার ২ দশমিক ৩৫ শতাংশ। তবে একদিনে মৃত ১৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে সুস্থ হয়েছেন ৬৭৬ জন। যার জেরে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৩০ শতাংশ।

জেলাভিত্তিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা, ১৭৩ জন। তারপরেই উত্তর ২৪ পরগনা, ১৩৮ জন। তালিকার ওপরের দিকে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা (৫১), রাজ্যের উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে শীর্ষে রয়েছে দক্ষিণ দিনাজপুর (১৭), দার্জিলিং (১৪) এবং জলপাইগুড়ি (১২)।

অপরদিকে একধাক্কায় বেশ খানিকটা কমেছে ভারতের দৈনিক করোনা সংক্রমণ। কমেছে মৃত্যুও। এদিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশটিতে করোনা শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৮৮ জন। একদিনে ভারতে করোনায় মৃত আরও ২৪৯ জন। শনাক্তের এই পরিসংখ্যান গত ৫৩৮ দিনের মধ্যে সর্বনিম্ন।

উৎসবের মৌসুম শেষে ভারতে করোনার সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা। পাশাপাশি উৎসবের দিনগুলো শেষেই দেশটিতে সংক্রমণের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছিল। যদিও এখনও পরিস্থিতি নাগালের বাইরে যায়নি। অধিকাংশ রাজ্যেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে দেশটির মধ্যে কেরালা ও মহারাষ্ট্র রাজ্যে শনাক্তের পরিস্থিতি এখনও উদ্বেগজনক। দক্ষিণ ভারতের রাজ্য কেরালাই সবচেয়ে বেশি চিন্তায় রেখেছে ভারত সরকারকে। এই মুহূর্তে দেশটির সিংহভাগ করোনায় আক্রান্ত ওই রাজ্যের মানুষ।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
ভিএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।