ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আবু ধাবিতে ভয়াবহ আগুন, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, মে ২২, ২০২৩
আবু ধাবিতে ভয়াবহ আগুন, নিহত ৬

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবির মুয়াজাজের বানি ইয়াস এলাকার একটি বাড়িতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ৬ জন।

আহতের সংখ্যা ৭।

সোমবার (২২ মে) আগুনের এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছে গালফ নিউজ ও খালিজ টাইমস।

প্রতিবেদনগুলোয় বলা হয়, মুয়াজাজের বানি ইয়াস এলাকার একটি বাড়িতে আগুনের ঘটনায় আহত দুজনের অবস্থা সঙ্কটাপন্ন। কেন বা কীভাবে আগুনের ঘটনাটি ঘটেছে, সেটি তদন্ত হচ্ছে।

অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে কোনো গুজবে কান না দিতে স্থানীয়দের পরামর্শ দেওয়া হয়েছে।

দেশটির বেসামরিক প্রতিরক্ষা দপ্তর অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, মে ২২, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।