ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে নৌকা থেকে ৮৬ জনকে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে নৌকা থেকে ৮৬ জনকে উদ্ধার

ক্যানারি দ্বীপপুঞ্জের একটি নৌকা থেকে ৮৬ জন অভিবাসীকে উদ্ধার করেছে স্পেনের কোস্টগার্ড। নৌকাটি গ্রান ক্যানারিয়ায় যাচ্ছিল বলে জানা গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

এর আগে সমুদ্রপথে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার সময় সেনেগালের তিনটি অভিবাসী নৌকা নিখোঁজ হয়েছে। নৌকাগুলোতে অন্তত ৩০০ অভিবাসী ছিলেন। মূলত ওই নৌকাগুলোর খোঁজ চালানো হচ্ছিল। এক পর্যায়ে প্লেন থেকে এই নৌকাটি ভাসতে দেখা যায়। পরে কোস্টগার্ড নৌকাটি থেকে ৮৬ জন অভিবাসীকে উদ্ধার করে।

তবে এটি নিখোঁজ হওয়া সেনেগালের নৌকা কি না তা এখনও জানা যায়নি।

স্প্যানিশ কোস্টগার্ডের একজন মুখপাত্র বলেছেন, উদ্ধারকারী পরিষেবা জাহাজ নৌকায় থেকে ৮৬ জনকে উদ্ধার করেছে। তদন্তের মাধ্যমে জানা হবে যে যে এটি কোথা থেকে যাত্রা করেছিল। নৌকাটি গ্রান ক্যানারিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল।

উদ্ধারকারী সংস্থা বলেছে, নৌকাটি নিখোঁজ হওয়া তিনটির মধ্যে একটি ছিল কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।