অধিকৃত পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি দখলদাররা। এদিকে হামাসের হাতে বন্দী ৯৭ জনের পরিচয় নিশ্চিত করতে সক্ষম হয়েছে ইসরায়েলের সেনা বাহিনী।
এসব তথ্য জানা গেছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ আপডেট প্রোগ্রাম থেকে।
প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে তথ্য দিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল বুধবার (১১ অক্টোবর) পশ্চিম তীরের কুসরা গ্রামে সশস্ত্র বসতি স্থাপনকারী ও ইসরায়েলি সৈন্যদের হাতে নিহত চার ফিলিস্তিনির দাফনের সময় হামলা চালানো হয়। ইসরায়েলি দখলদারদের এ হামলায় গুলিতে নিহত হন দুজন। তারা সম্পর্কে বাবা-ছেলে।
এ ঘটনার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য না করলেও তারা হামাসের হাতে বন্দী ৯৭ জনের পরিচয় নিশ্চিত করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে।
এদিকে গাজায় হামাসের শাসন ক্ষমতা গুড়িয়ে দিতে হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর রিয়ার অ্যাডমিরাল (ট্যাট-আলুফ) ড্যানিয়েল হাগারি। সেনাবাহিনী যুদ্ধের পরবর্তী পর্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং গত শনিবার থেকে সেখানে ২২২ ইসরায়েলি সৈন্যের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।
হামাসকে নিশ্চিহ্ন করতে বেঞ্জামিন নেতানিয়াহু প্রশাসন ঘোষণা দেওয়ার পর গাজায় আগ্রাসনের মাত্র বাড়িয়ে দিয়েছেন ইসরায়েলি সেনা। তকে এতে ভয় পাচ্ছে না মুক্তিকামী সংগঠনটি।
হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য গাজি হামাদ আল জাজিরাকে বলেছেন, গত শনিবারের আক্রমণের প্রতিক্রিয়ায় গাজায় স্থল আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যে কারণে গাজার অভ্যন্তরে ইসরায়েলি সেনা মোতায়েন করতে যাচ্ছে তারা। তবে আমরা ভীত নই। আমরা শক্তিশালী মানুষ। আমাদের অব্যাহত থাকার দৃঢ় সংকল্প আছে। আমাদের অনেক যোদ্ধা ও প্রচুর লোক আছে যারা আমাদের সমর্থন করতে চায়।
তিনি আরও বলেন, জর্ডান, লেবানন ও সর্বত্র সীমান্তের মানুষ এখানে (গাজা) এসে আমাদের জন্য যুদ্ধ করতে চায়। গাজা কোনো বাগান নয়, এ যুদ্ধ ইসরায়েলিদের জন্য ব্যয়বহুল হবে।
এই অপারেশনের শুরু থেকে আমরা ১২০০ যোদ্ধা পাঠিয়েছি যারা ইসরায়েলের ভাবমূর্তি, নিরাপত্তা, গোয়েন্দা কার্যক্রমকে গুড়িয়ে দিচ্ছে। সর্বোপরি ইসরায়েল যে একটি ‘পরাশক্তি’ সে ভাবমূর্তি ধ্বংস করতে সফল হয়েছে, উল্লেখ করেন হামাদ।
হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে ১২০০ মানুষ, যাদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকরা রয়েছে। অপহরণ করা হয়েছে শতাধিক মানুষকে। আবার ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যাও নেহায়েত কম নয়। অঞ্চলটিতে কমপক্ষে ১২০০ জন ফিলিস্তিনি নিহত ও আহতের সংখ্যা হাজারো।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
এমজে