সোমালিয়ায় এক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে চার আমিরাতি সেনা ও এক বাহরাইনি সামরিক কর্মকর্তা রয়েছেন।
রোববার সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ বলছে, সোমালি রাজধানী মোগাদিসুতে এক সামরিক ঘাঁটিতে এক প্রশিক্ষণ মিশনে হামলার দায় শিকার করেছে আল-কায়েদা সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব।
শনিবার জেনারেল গর্ডন সামরিক ঘাঁটিতে সেনাদের লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। তবে হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ আরব আমিরাতের প্রতি শোক প্রকাশ করেছেন।
আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের তিন সেনা এবং এক বাহরাইনি সেনা সন্ত্রাসী হামলায় নিহত হন। দুজন আহত হন। আহতদের একজন আরব আমিরাতের আবুধাবিতে পৌঁছানোর সময় মারা যান।
জ্যেষ্ঠ আমিরাতি কূটনীতিক আনওয়ার গারগাশ নিহতদের প্রতি শোক জানান এবং আহতদের সুস্থতা কামনা করেন। গারগাশ এক্স হ্যান্ডলে লেখেন, নিরাপত্তা ও নিরাপত্তার বার্তা অব্যাহত রাখতে এবং সব ধরনের চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনো সন্দিগ্ধ কাজ আমাদের বাধাগ্রস্ত করতে পারবে না।
উপ-সাগরীয় দ্বীপরাষ্ট্র বাহরাইন তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে কিছুই জানায়নি।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৪
আরএইচ