ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

রাইসিকে বহনকারী হেলিকপ্টারের সন্ধান পাওয়া নিয়ে ধোঁয়াশা

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, মে ২০, ২০২৪
রাইসিকে বহনকারী হেলিকপ্টারের সন্ধান পাওয়া নিয়ে ধোঁয়াশা দুর্ঘটনাস্থলের কাছে উদ্ধারকারী দলের যানবাহন। ছবি: এপি

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি রোববার বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হেলিকপ্টারটির সন্ধান পাওয়া-না পাওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, অনুসন্ধান ও উদ্ধারকারী দল ইব্রাহিম রাইসিকে বহন করা হেলিকপ্টারটি খুঁজে পেয়েছে।

হেলিকপ্টারে থাকা প্রেসিডেন্ট রাইসিসহ অন্যদের কী অবস্থা, সে সম্পর্কে জানা যায়নি।  

এদিকে রেড ক্রিসেন্ট হেলিকপ্টারটি পাওয়ার দাবি উড়িয়ে দিয়েছে। দুর্ঘটনা অঞ্চলে থাকা ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির এক কর্মকর্তা বলেন, হেলিকপ্টারটি পাওয়া গেছে, এমন অসমর্থিত খবরের পেছনে রয়েছে স্থানীয় গণমাধ্যম।

রাষ্ট্রীয় টিভি চ্যানেলের এক প্রতিবেদক জ্বালানিমন্ত্রী আলি আকবর মেহরাবিয়ানকে উদ্ধৃত করে জানান, নতুন কোনো খবর নেই।

তবে এ প্রতিবেদক বলেছেন, অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলো সে জায়গার দুই কিলোমিটারের মধ্যে রয়েছে,  যেখানে হেলিকপ্টারটি পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। '

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, মে ২০, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।