ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

‘মারিওপোলের ১৬ হাজার মানুষকে দাফন করেছে রাশিয়ানরা’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, মে ৩১, ২০২২
‘মারিওপোলের ১৬ হাজার মানুষকে দাফন করেছে রাশিয়ানরা’

রাশিয়ানরা গত এপ্রিল থেকে মারিওপোলের ১৬ হাজার বাসিন্দাকে গণকবরে দাফন করেছে বলে দাবি করেছেন শহরটির মেয়র।  

বর্তমানে শহরটি রাশিয়া নিয়ন্ত্রিত।

 

মেয়র বলেছেন, এপ্রিলের মাঝামাঝি থেকে রুশ দখলদাররা অন্তত ১৬ হাজার নগরবাসীকে কাছাকাছি তিনটি গ্রামের গণকবরে দাফন করেছে।

ভাদিম বয়েচেঙ্কো টেলিগ্রামে আরও বলেন, গত এক মাসে স্টারি ক্রিম কবরস্থানে ২৫টি নতুন পরিখা এলাকা দেখা গেছে। তিনি বলেন, লাশগুলো খাদের মধ্যে স্তরে স্তরে রাখা হয়েছে এবং তারপর পৃথক কবরস্থান হিসেবে প্লেট দিয়ে 'মুখোশ' দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা অনুমান করেছিলাম, মারিপোলে মৃতের সংখ্যা ২২ হাজার। তবে আরও বেশি তথ্য প্রমাণ করে যে রাশিয়ানদের অপরাধের পরিণতি আরও খারাপ। দখলদারিত্বের অধীনে থাকা স্থানীয় জনগণের এই ভয়াবহ অবস্থার জন্য বিশ্ব সম্প্রদায়ের বিশেষ মনোযোগ প্রয়োজন, বয়েচেঙ্কো বলেন।

তিনি বলেন, হাজার হাজার মৃতদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে, প্রাকৃতিক কবরস্থানে এবং অস্থায়ী মর্গে রয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, মে ৩১, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।