ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে একদিনে ৩ নারীর ফাঁসি কার্যকর 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
ইরানে একদিনে ৩ নারীর ফাঁসি কার্যকর 

নিজ স্বামীদের হত্যার দায়ে ইরানে একদিনে তিন নারীর ফাঁসি কার্যকর করা হয়েছে। একটি এনজিও শুক্রবার (২৯ জুলাই) এমন তথ্য জানিয়েছে।

 

নরওয়েভিত্তিক এনজিও ইরান হিউম্যান রাইটস জানায়, ইরানে একদিনে যে তিন নারীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে সবাই স্বামীদের হত্যার দায়ে অভিযুক্ত ছিলেন। তাদের মধ্যে ২৫ বছর বয়সী এক নারী রয়েছেন। ১০ বছর আগে যাকে ১৫ বছর বয়সে বিয়ে দেওয়া হয়েছিল।

বুধবার ( ২৭ জুলাই) সোহেইলিয়া আবাদী নামে ওই নারীকে ফাঁসি দেওয়া হয়। বিয়ের পরপরই দাম্পত্য কলহের জের ধরে স্বামীকে হত্যার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। ১০ বছর ধরেই কারাবন্দি ছিলেন আবাদী।

এছাড়া একই ধরনের অভিযোগ আরও দুই নারীকে ফাঁসি দেওয়া হয়েছে।   এ নিয়ে এক সপ্তাহে ৩২ নারী-পুরুষের ফাঁসি কার্যকর করল দেশটি।

আইএইচআরের তথ্য অনুযায়ী, গত বছর ইরানে কমপক্ষে ৩৩৩ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। ২০২০ সাল থেকে এই সংখ্যা ২৫ শতাংশ বেশি।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২ 
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।