আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক অরুনাভ চক্রবর্তী এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামি শিপন সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর বহ্মরাজপুরের ওয়াজেদ আলী ঢালীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের জুলাই মাসে শিপন উপজেলার মুড়াগাছা এলাকার কয়েকটি গাছ কিনে সেগুলো কাটার জন্য ওই এলাকার আকবর আলীর বাড়িতে আশ্রয় নেন। ১৩ জুলাই রাতে বাড়ির মালিকের স্বামী পরিত্যক্তা মেয়ে সালমা খাতুন খুকুর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন শিপন। কিন্তু এতে ব্যর্থ হয়ে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে তার মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে কালিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে শিপন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে জামিনে মুক্তি পেয়ে আত্মগোপন করেছেন তিনি।
ওই মামলায় ২০ জনের সাক্ষ্যগ্রহণ এবং জব্দকৃত আলামত পর্যালোচনা করে অভিযোগ প্রমাণ হওয়ায় মঙ্গলবার এ রায় দেন বিচারক।
সাতক্ষীরা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তপন কুমার দাশ বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
এসআই