মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুর থেকে বিকেলে পর্যন্ত নেত্রকোনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সৈকত জামিল ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ্ আলম পরিচালিত যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মো. শাহ্ আলম বাংলানিউজকে জানান, লোকনাথ মেডিকেল হলকে ১০ হাজার টাকা, সালমা মেডিকেল হলকে ৩ হাজার টাকা, রফিক মেডিকেল হলকে ১ হাজার, রাজু ইলেক্ট্রিকসকে ৫ হাজার, হান্নান মেডিকেল হলকে ১০ হাজার টাকা ও প্রমদা মেডিকেল হলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সৈকত জামিল বাংলানিউজকে জানান, যেসব ফার্মেসি মালিকরা মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করেন তারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। অতএব তাদের এসব অপরাধমূলক কর্মকাণ্ড নজরদারিতে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
আরএ