ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কালকিনিতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
কালকিনিতে  অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে বিএসএম ব্রিকস নামে একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। রোববার (৪ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত পৌর এলাকার জুরগাও বাজার এলাকার ওই ভাটায় অভিযান চালায় কালকিনি উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কায়েসুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিংকি সাহা বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছু অবৈধ ইটভাটা গড়ে উঠেছে। এসব ইটভাটার বৈধ কাগজপত্র না থাকাসহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। এসব বন্ধে উপজেলার বিভিন্ন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এরই অংশ হিসেবে রোববার দুপুরে কালকিনি পৌরসভার জুরগাও এলাকার বিএসএম ব্রিকস্ নামের ইটভাটায় অভিযান চালানো হয়।

তিনি আরও বলেন, এসময় কোনো কাগজপত্র না থাকাসহ নানা অনিয়মের কারণে ফায়ার সার্ভিস কর্মীরা ভাটার আগুন নিভিয়ে দেয় এবংস্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া ভাটায় তৈরি কাঁচা ইটও ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।