ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে খুলনায় বাঁধভাঙা উল্লাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে খুলনায় বাঁধভাঙা উল্লাস

খুলনা: কাতার বিশ্বকাপের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ ঘরে তুলেছে আর্জেন্টিনা।   

দুই দলের মধ্যে তুমুল লড়াইয়ের পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে উচ্ছ্বসিত রূপসা পাড়ের বাসিন্দারা।

এসময় আতশবাজিতে রঙিন হয়ে ওঠে গোটা খুলনা।

রোববার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে আর্জেন্টিনার সমর্থকদের জয়োল্লাসে প্রকম্পিত হয়ে ওঠে গোটা নগরী। শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আর্জেন্টিনা সমর্থকরা কেউ বিশাল পতাকা নিয়ে, কেউ ঢোল পিটিয়ে, বাদ্য বাজিয়ে করেন আনন্দ শোভাযাত্রা। কোথাও কোথাও বের হয় মোটর শোভাযাত্রাও।

আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি পরে দলটির কয়েক হাজার সমর্থক সবচেয়ে বড় মিছিল বের করেন নগরীর শহীদ হাদিস পার্ক থেকে।  ভুভুজেলা নিয়ে আনন্দ মিছিলে অংশ নেন নানা বয়সের মানুষ।

জাকারিয়া হোসেন তুষার নামে এক আর্জেন্টিনার ভক্ত বলেন, আর্জেন্টিনার জয়ে উল্লাস করছি। ম্যারাডোনা যুগ শেষ হবার পর আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনাল স্বপ্ন চলে গিয়েছিলো হিমঘরে। সুদীর্ঘ ৩৬ বছর অপেক্ষা শেষে আবারও সেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করলেন লিওনেল মেসি।

বাংলাদেশ সময়: ০০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
এমআরএম/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।