যশোর: যশোর শহরের দড়াটানা মোড়ে ট্রাক ভাঙচুর করেছেন আর্জেন্টিনা সমর্থকেরা।
রোববার (১৮ ডিসেম্বর) শহরের দড়াটানা মোড়ে বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল খেলা প্রদর্শনকালে রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আর্জেন্টিনা দুটো গোল দেওয়ার পরে উল্লাসে ফেটে পড়ে সমর্থকেরা। ভেপু বাঁশি বাজিয়ে সড়ক আটকে উল্লাস প্রকাশের সময় একটি ট্রাক আটকা পড়ে। সমর্থকেরা ট্রাক চালকের দরজা খোলার চেষ্টা করেন।
তখন চালক দ্রুত ট্রাক চালিয়ে চলে যেতে চাইলে কয়েকজন ট্রাক চালককে নামিয়ে নিতে যান। চালক দুই হাত জোড় করে ক্ষমা চেয়েও শেষ রক্ষা হয়নি। এ সময় উত্তেজিত কয়েকজন গ্লাসে আঘাত করে ভেঙে ফেলেন। পরে দ্রুত চালক ট্রাক নিয়ে সরে পড়েন।
কয়েকজন সমর্থক সাংবাদিকদের বলেন, চালক একজন শিশু। সে সমর্থকদের গায়ের উপর দিয়ে ট্রাক চালিয়ে দেওয়ার চেষ্টা করলে কয়েকজন গ্লাস ভেঙে দেন।
যশোর শহরের দড়াটানা মোড় ছাড়াও ঈদগাহ মাঠ, স্টেডিয়াম পাড়া, খড়কি মোড়, বেজজ পাড়াসহ বিভিন্ন মোড়ে মোড়ে বড় পর্দায় খেলা দেখানো হয়।
এই বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, ভাঙচুরের কোনো ঘটনা জানা নেই। তবে বিভিন্ন মোড়ে মোড়ে স্থানীয় ক্লাব বা সংগঠনগুলোর উদ্যোগে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে বলে শুনেছি।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ১৯ ডিসেম্বর, ২০২২
ইউজি/এসআইএ