ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধানমন্ডিতে ফুটওভার ব্রিজের নিচে মিলল বৃদ্ধের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
ধানমন্ডিতে ফুটওভার ব্রিজের নিচে মিলল বৃদ্ধের মরদেহ

ঢাকা: রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ধানমন্ডি কলাবাগান রোডের ফুটওভার ব্রিজের নিচে ফুটপাতে এক বয়স্ক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তিনি ভবঘুরে ও ভিক্ষা করতেন বলে জানা গেছে।

মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ থেকে ৭০ হতে পারে জানিয়ে পরিদর্শক বলেন, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
এজেডএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।