ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হয়তো ‘ভুল বোঝাবুঝি’, মার্কিন রাষ্ট্রদূত প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
হয়তো ‘ভুল বোঝাবুঝি’, মার্কিন রাষ্ট্রদূত প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

রাজশাহী: সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে ‘নিরাপত্তাহীনতা’ বলতে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেছেন, রাষ্ট্রদূত যে নিরাপত্তাহীনতার কথা বলছেন, তা হতে পারে ভুল বোঝাবুঝি থেকে।

তিনিসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতের জন্য পুলিশের জোর নিরাপত্তা ও কঠোর নজরদারি থাকে।  

বুধবার (২১ ডিসেম্বর) রাজশাহী জেলা পুলিশ লাইনসে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংবিধান মেনে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নির্বাচন কমিশনের আওতায় নির্বাচন হবে। কে নির্বাচনে আসবে, আসবে না- সেটি তাদের নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত। কিন্তু এ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করলে কিংবা কাউকে জিম্মি করে কিছু ঘটানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের যে দায়িত্ব, তারা তা পালন করবে।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ১৪ ডিসেম্বর সকালে রাজধানীর শাহীনবাগে নিখোঁজ বিএনপির নেতা সাজেদুল ইসলামের বাসায় যান। এ সময় আরেকটি সংগঠনের নেতা-কর্মীরা এলে রাষ্ট্রদূত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়েন।  

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করে উদ্বেগ জানান রাষ্ট্রদূত। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছে।

এদিকে, দুপুরে রাজশাহী পুলিশ লাইনসে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ। তার ডাকে সব ধর্মের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছেন। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সবার রক্তের বিনিময়েই আজকের এই বাংলাদেশ।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের স্মৃতির পাতা থেকে মুক্তিযুদ্ধ সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে- কীভাবে আমরা যুদ্ধ করেছি, কোথা থেকে সাহায্য পেয়েছি। আমাদের অনেক কিছু সহ্য করতে হয়েছে - আমরা যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা উড়তে দেখেছি এবং ইতিহাস বিকৃত হতে দেখেছি। মুক্তিযোদ্ধারা তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে না ধরলে তাদের অনেক কিছু অজানা থেকে যাবে।

মন্ত্রী বলেন, আমরা যুদ্ধাপরাধীদের বিচার করছি। কলঙ্ক মুছে নতুন প্রজন্মকে একটি সুন্দর দেশ উপহার দিতে চাই। বঙ্গবন্ধু বলেছিলেন, এদেশে কেউ গৃহহীন থাকবে না, সবাই শিক্ষা পাবে, স্বাস্থ্যসেবা পাবে। আজ প্রধানমন্ত্রী গৃহহীনকে গৃহ নির্মাণ করে দিচ্ছেন, শিক্ষার জন্য যা কিছু প্রয়োজন তাই করছেন। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন- যার কারণে কোভিড টিকাদানে বাংলাদেশ বিশ্বে পঞ্চম হয়েছে।
   
তিনি বলেন, শেখ হাসিনা যতদিন থাকবেন, ততদিন বাংলাদেশ আলোকিত থাকবে। তার আমলে বাংলাদেশ ডিজিটাল দেশে রূপান্তরিত হয়েছে, এখন স্মার্ট বাংলাদেশ হবে।  

অনুষ্ঠানের শুরুতে পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আব্দুল বাতেন স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, বীর মুক্তিযোদ্ধা অনীল কুমার সরকার বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ আবু হাসান মোহাম্মদ তারিক, আরএমপি কমিশনার মো. আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আব্দুল জলিল, পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাদী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, জেলার মুক্তিযোদ্ধা, প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এর আগে, স্বরাষ্ট্রমন্ত্রী মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের শারীরিক সুস্থতার লক্ষ্যে মাসব্যাপী স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি বিভিন্ন চিকিৎসাসেবা কর্নার পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২

এসএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।