ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈনিকদের সক্ষমতা বাড়ানোর তাগিদ দিলেন সেনা প্রধান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
সৈনিকদের সক্ষমতা বাড়ানোর তাগিদ দিলেন সেনা প্রধান বক্তব্য রাখছেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

ফেনী: চট্টগ্রামের মীরসরাইয়ের বারৈয়ারহাটে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন এবং ৭ স্বতন্ত্র এয়ার ডিফেন্স আর্টিলারির শীতকালীন প্রশিক্ষণ শেষ হয়েছে।  গত  সোমবার (১৯ ডিসেম্বর) এই প্রশিক্ষণ শুরু হয়েছিল।

এই প্রশিক্ষণকালে যুদ্ধকালীণ প্রস্ততির অংশ হিসেবে প্রদর্শন করা হয় বিভিন্ন রণকৌশল। যেখানে পরীক্ষা করা হচ্ছে সেনাবাহিনীতে নতুন সংযোজিত অত্যাধুনিক সমরাস্ত্র।  

বুধবার (২১ ডিসেম্বর) সকালে প্রশিক্ষণ পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় সৈনিকদের মনোবল উন্নত রেখে আভিযানিক সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন তিনি।

একই সঙ্গে জনসেবামূলক কাজের অংশ হিসেবে মীরসরাইয়ের ৫ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সেনাপ্রধান। সেনাবাহিনীর এমন সহায়তা পেয়ে খুশি স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
এসএইচডি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।