ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় কিশোর গ্যাং লিডার গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
ফতুল্লায় কিশোর গ্যাং লিডার গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় ভাতিজা কিশোর গ্যাং লিডার শুভকে (১৮) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়র (র‌্যাব-১১)।

বুধবার (২১ ডিসেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর সিপিসি-১ এর স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম।

৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন চাষাঢ়া বালুর মাঠ এলাকায় বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে দুইজন যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিমের ভাবি মানছুরা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। শুভ ফতুল্লার রসুলবাগে বসবাদ করে ও জামালপুর সদরের রানাগাছগার সোহেলের ছেলে।

২০ ডিসেম্বর যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার ভাতিজা কিশোর গ্যাং লিডার মো. মাহফুজুর রহমান শুভকে ফতুল্লা থানাধীন পূর্ব ইসদাইর এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব জানায়, হত্যা চেষ্টার সাথে জড়িত অন্যান্য আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।