ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঢাকায় যাত্রাবিরতি করবেন চীনা পররাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
ঢাকায় যাত্রাবিরতি করবেন চীনা পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং সোমবার (৯ জানুয়ারি) দিনগত রাতে ঢাকায় কয়েক ঘণ্টার যাত্রাবিরতি করবেন। তিনি আফ্রিকার পাঁচটি দেশ সফরে যাওয়ার পথে ঢাকায় যাত্রা বিরতি করবেন।

ঢাকায় যাত্রাবিরতির সময় তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

চীনা পররাষ্ট্রমন্ত্রী প্রথমে ইথিওপিয়ায় যাবেন। যাত্রাপথে বহনকারী উড়োজাহাজটি জ্বালানি সংগ্রহের জন্য সোমবার (৯ জানুয়ারি) দিনগত রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের সঙ্গে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের একটি সংক্ষিপ্ত বৈঠক করবেন।

প্রসঙ্গত, কিন গ্যাং চীনা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কিছুদিন আগে নিযুক্ত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৩
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।