ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কালকিনিতে ৩ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
কালকিনিতে ৩ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

মাদারীপুর: মাদারীপুর জেলার কালকিনির সাহেবরামপুরে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে কালকিনি উপজেলার সাহেবরামপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় তিন হাজার মানুষকে বিনামূল্যে এ সেবা দেওয়া হয়েছে।

এতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক ডা. মো. জাকারিয়া, অর্থোপেডিক্স বিভাগের কনসালটেন্ট ডা. শওকত হোসেন স্বপন, শিশু বিশেষজ্ঞ ডা. রুবায়েত হোসেন কমলসহ প্রসূতি ও গাইনি, চক্ষু, দন্ত, শিশু, মেডিসিন, অর্থোপেডিক্স বিভাগের ৩২ জন চিকিৎসক বিভিন্ন রোগের প্রায় তিন হাজার সেবাগ্রহীতাদের চিকিৎসা সেবা প্রদান করেন।

আইডিয়াল ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের ৯২-৯৪ ব্যাচের আয়োজনে ও মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. একরাম হোসেনের সমন্বয়ে মেডিকেল ক্যাম্পের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা সিভিল সার্জন ডা. মুনীর আহমদ খান।

অনুষ্ঠানের সমন্বয়ক ডা. একরাম হোসেন বলেন, মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করতে পেরেছি বলে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের অধিকাংশ দপ্তরেই আমাদের ব্যাচের বন্ধুরা কাজ করছেন। তারা সবাই মানুষের সেবায় সব সময় এগিয়ে এসেছেন। আমাদের এ কার্যক্রম সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে। আমরা যতদিন বেঁচে আছি মানুষের পাশে থাকার চেষ্টা করবো।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাহেবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহিম মুরাদ। অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন আইডিয়াল ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ৯২/৯৪ এর উপদেষ্টা ও স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম ও অন্যান্যরা।  

অনুষ্ঠানটিতে আর্থিক সহযোগিতা করেছেন আমেরিকা প্রবাসী মো. শাহীন আহমেদ, ইতালি প্রবাসী হুমায়ুন কবির, স্ট্যান্ডার্ড ব্যাংকের ম্যানেজার কাইয়ুম মাহমুদ, শাহ সিমেন্টের রিজিওনাল সেলস ম্যানেজার মোয়াজ্জেম হোসেন, ব্যবসায়ী মো. বেলাল হোসেন ও অন্যান্যরা।  

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।