ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

শহীদ শেখ আবু নাসের স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
শহীদ শেখ আবু নাসের স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

খুলনা: খুলনায় জবঘর২৪.কম ৩য় শহীদ শেখ আবু নাসের স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।  

শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে মহানগরীর খালিশপুরের প্রভাতি স্কুল ময়দানে এ পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে সস্মানীত অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শেখ সোহেল, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, কেসিসির প্যানেল মেয়র-১ আমিনুল ইসলাম মুন্নাসহ কেসিসির একাধিক ওয়ার্ডের কাউন্সিলররা।

এসময় উপস্থিত ছিলেন খালিশপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, জবঘর২৪.কমের সিইও পলাশ চন্দ্র রায়, তানিশা প্রোপার্টিজের সিইও শেখ শরিফুল ইসলাম প্রমুখ।

ইউনিটি ক্রিকেট একাডেমির আয়োজনে আয়োজক কমিটির আহ্বায়ক কাজী ফয়েজ মাহমুদ ও সদস্য সচিব হাফিজুর রহমান মিলনের তত্ত্বাবধায়নে ৩২ দলের ১ মাস ১০ দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।  খেলা শেষে চ্যাম্পিয়ন হয় তানিশা প্রোপার্টিজ। রানার্স আপ হয় মাসুদ মেমোরিয়াল।

অতিথিরা চ্যাম্পিয়ন দলকে ১৫০ সিসি এপাসি ফোরবি মটরসাইকেলের চাবি পুরস্কার হিসেবে তুলে দেন। অনরূপভাবে রানার্স আপ দলকে দেন ১৬ সিএফটি ফ্রিজ। ম্যান অব দ্যা সিরিজকে দেওয়া হয় ৩২ ইঞ্চি স্মার্ট টেলিভিশন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
এমআরএম/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।