ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে ২০ বস্তা সরকারি চাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
সাভারে ২০ বস্তা সরকারি চাল জব্দ

সাভার (ঢাকা): সাভার পৌরসভা এলাকায় ভ্যানগাড়িতে করে ২০ বস্তা সরকারি খাদ্য অধিদপ্তরের চাল নেওয়ার সময় জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার বাড্ডা ভাটপাড়া এলাকার একটি শাখা সড়ক এসব চাল জব্দ করা হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, বাড্ডা ভাটপাড়া এলাকায় সরিকারি খাদ্য অধিদপ্তরের একটি প্রকল্পের চাল অবৈধভাবে ট্রাক থেকে সরানো হচ্ছে - এমন খবরে আমারা সেখানে পৌঁছে ২০ বস্তা চালসহ একটি ভ্যান পাই। তবে, আমাদের উপস্থিতি টের পেয়ে ট্রাক নিয়ে জড়িতরা পালিয়ে যায়। ফলে এসময় কাউকে আটক করা যায়নি। চালগুলোর বস্তায় সরকারি খাদ্য অধিদপ্তরের লোগো ছিল।

সাভার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সোহাগ বাংলানিউজকে বলেন, আমি ঘটনাটি গণমাধ্যম কর্মীদের কাছ থেকেই শুনেছি। এখন পর্যন্ত থানা থেকে অফিসিয়ালি ভাবে আমাকে জানানো হয়নি। আর এই বস্তাগুলো কোথা থেকে এলো, বা কারা নিয়ে আসলো বিষয়টি আমরাও জানার চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এসএফ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।