ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
গাজীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ 

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার বদনীভাঙ্গা এলাকায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় বদনীভাঙ্গা এলাকার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি এলাকার বাসিন্দা বাবুল মিয়া (৩০), তার মেয়ে নুসরাত (৬) ও শাশুড়ি বাছিরন নেতা (৫৫)।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল হোসেন মল্লিক জানান, শ্বশুরবাড়ি থেকে মেয়ে ও শাশুড়িকে নিয়ে মোটরসাইকেল করে নিজের বাড়ি নিয়ে যাচ্ছিল বাবুল মিয়া। সড়কের বদনীভাঙ্গা চুক্কাবাড়ি এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। বাবুল মিয়ার শাশুড়ি বাছিরন ঘটনাস্থলেই মারা যায়।

গুরুতর আহত হন বাবুল মিয়া ও তার মেয়ে নুসরাত। আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়ার পথে নুসরাত এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বাবুল মিয়া মারা যান।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৪৩৭, জানুয়ারি ১৯, ২০২৩
আরএস/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।