ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মোবাইল ফোনে কথা বলতে বলতে ট্রেনে কাটা পড়লেন যুবক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
মোবাইল ফোনে কথা বলতে বলতে ট্রেনে কাটা পড়লেন যুবক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেলপথে হাঁটার সময় ট্রেনের নিচে কাটা পড়ে হযরত আলী তুহিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কের শহীদ এম মনসুর আলী স্টেশনের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত হযরত আলী রংপুর জেলা সদরের খুটু চাম্পাট গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।

কামারখন্দ ফায়ার সার্ভিসের লিডার মাহফুজুর রহমান জানান, হযরত আলী তুহিন মোবাইল ফোনে কথা বলতে বলতে রেলপথ ধরে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।  

সিরাজগঞ্জ জিআরপি উপ-পরিদর্শক আব্দুল মতিন বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।