ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে পিঠামেলা অনুষ্ঠিত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
নবাবগঞ্জে পিঠামেলা অনুষ্ঠিত

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদর লাইসিয়াম ইটারন্যাশনাল স্কুলে গ্রাম বাংলার ঐতিহ্য পিঠামেলা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (২১ জানুয়ারি) দুপুরের দিকে বাগমারা এলাকায় ওই বিদ্যালয় প্রাঙ্গণে এ মেলা শুরু হয়।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, পিঠামেলায় ১১টি স্টল বসে। নারীরা বাড়ি থেকে পিঠা তৈরি করে নিজ নিজ দোকানে বসে পিঠা বিক্রি করছেন। পিঠা কিনতে আসা ক্রেতারা বেশিরভাগই নারী। মেলা উদ্বোধনের পরেই ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়।  

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে পিঠামেলার উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।  

গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পিঠামেলার লাইসিয়াম ইটারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ রফিকুল আলম লিটন উদ্বোধনী আলাচনা সভায় সভাপতিত্ব করেন।  

উপজলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইব্রাহীম খলিলের অনুষ্ঠান সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সাফিল উদ্দিন মিয়া, এম এ বারী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, নবাবগঞ্জ প্রেসক্লাবর সহ-সভাপতি আজহারুল হক, সাহিদুল হক খান ডাবলু, লাইসিয়াম ইটারন্যাশনাল স্কুলের পরিচালক ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জহিরুল ইসলাম, মো. শাখাওয়াত হাসন বাপ্পি, মো. দেলোয়ার খান, শেখ মো, শাহীন শাহদাত, মো. আলী আসগর সুমন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।