ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রামগড়ে শ্যালকের হাতে দুলাভাই খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
রামগড়ে শ্যালকের হাতে দুলাভাই খুন

খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড়ে দীপক চন্দ্র ঘোষ (৩৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত নিহতের শ্যালক সাগর ত্রিপুরা (২২)।

সোমবার (২৩ জানুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার লিচু বাগান এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত দীপক চন্দ্র ঘোষ স্থানীয় রাখাল চন্দ্র ঘোষের ছেলে।

জানা যায়, দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ চলে আসছিল দীপকের। সামাজিক শালিস হলেও কোনো সমাধান হয়নি। অবশেষে তারা ডিভোর্সের সিদ্ধান্ত নেন। এ নিয়ে দীপকের সঙ্গে কথা কাটাকাটি হয় শ্যালক সাগর ত্রিপুরার।

সোমবার (২৩ জানুয়ারি) রাতে সাগর কয়েকজন বন্ধুসহ উপজেলার লিচু বাগানে অবস্থান নেন এবং বাড়ি যাওয়ার পথে দীপককে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা রাখালা চন্দ্র ঘোষ অভিযোগ করে বলেন, আমার ছেলেকে তার স্ত্রী ও শ্যালক পরিকল্পনা করে হত্যা করেছে।

রামগড় থানার উপ-পরিদর্শক (এসএই) মোহাম্মদ সামছুল হক বলেন, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। লাশ ময়নাতদন্তের জন্যে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলমান এবং মামলা দায়ের প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
এডি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।