ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় ১৫ স্বর্ণের বারসহ আটক ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
খুলনায় ১৫ স্বর্ণের বারসহ আটক ২

খুলনা: খুলনা মহানগরীর জিরোপয়েন্ট থেকে ১৫টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- ইমন ও আবুল হোসেন। তাদের মধ্যে একজনের বাড়ি চট্টগ্রামে ও অপরজনের কুমিল্লায়। দুজনই ঢাকায় থাকেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বাংলানিউজকে জানান, টুঙ্গিপাড়া এক্সপ্রেসে করে ঢাকা থেকে খুলনার জিরোপয়েন্ট নামেন চোরাকারবারি ইমন ও আবুল হোসেন। এ সময় তাদের দেখে সন্দেহ হয় পুলিশের। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।