ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল রিকশাচালকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৪
ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল রিকশাচালকের

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আশরাফ আলী (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় সাদেকুল ইসলামকে (৩৫) আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।  

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সুন্দরগঞ্জে-কুপতলা সড়কের ৭৫ নম্বর রেলগেট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  

নিহত আশরাফ আলী উপজেলার খোলাহাটী ইউনিয়নের সাহার ভিটার গ্রামের মৃত ফয়জার রহমানের ছেলে। অভিযুক্ত সাদেকুল কুপতলা ইউনিয়নের রামপ্রসাদ গ্রামের আবুল হোসেনের ছেলে।  

এ ঘটনায় নিহতের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে শুক্রবার সকালে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

ওসি মাসুদ রানা জানান, বৃহস্পতিবার রাতে আশরাফ রিকশা নিয়ে কুপতলা থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় তিনি ৭৫ নম্বর রেলগেট এলাকায় পৌঁছালে ছিনতাইয়ের উদ্দেশ্যে আগে থেকে ওত পেতে থাকা সাদেকুল তার পথ রোধ করেন। এ সময় ছুরি দেখিয়ে রিকশা এবং চাবি দিয়ে চালককে চলে যেতে বলেন। এক পর্যায়ে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে রিকশাচালক আশরাফ আলীর পেটে ছুরিকাঘাত করেন ছিনতাইকারী সাদেকুল।

পরে স্থানীয়রা আশরাশকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাত ২টার দিকে অভিযুক্ত সাদেকুল ইসলামকে আটক করা হয় বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।