ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভারসাম্যহীন ব্যক্তির কুড়ালের কোপে প্রাণ গেল ব্যবসায়ীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
ভারসাম্যহীন ব্যক্তির কুড়ালের কোপে প্রাণ গেল ব্যবসায়ীর

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী বাজারে মুনসুর আলী (৩৭) নামে এক ধান ব্যবসায়ীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি।  

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত মুনসুর আলী দিনাজপুর জেলার বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের গগণপুর গ্রামের বাসিন্দা।  

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ধান ক্রয় করার জন্য কাঁঠালডাঙ্গী বাজারে আসেন মুনসুর আলী। পরে সন্ধ্যার দিকে তিনি চায়ের দোকানে বসেছিলেন। হঠাৎ করেই খালেক নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি কুড়াল দিয়ে তাকে কোপ দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। খালেককে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আটক করে। বর্তমানে সে পুলিশি হেফাজতে রয়েছে।  

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।