ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভুঞাপু‌রে ৫৫ কে‌জির বাঘাইড় ৭৫ হাজার টাকায় বি‌ক্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
ভুঞাপু‌রে ৫৫ কে‌জির বাঘাইড় ৭৫ হাজার টাকায় বি‌ক্রি

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভুঞাপু‌র উপজেলায় যমুনা নদী থে‌কে জে‌লের জা‌লে ধরা প‌ড়ে‌ছে ৫৫ কে‌জি ওজ‌নের এক‌টি বাঘাইড়। পরে স্থানীয় বাজা‌রে মাছ‌টি ৭৫ হাজার টাকায় বি‌ক্রি ক‌রেছেন বাবলু হালদার।

 

শ‌নিবার (৪ ফেব্রুয়া‌রি ) সকা‌লে তি‌নি যমুনা নদী থেকে এক জে‌লের কাছ থে‌কে বাঘাইড়টি কিনেন। প‌রে গো‌বিন্দাসী মাছ বাজা‌রে বাঘাইড়‌টি মধুপুর উপ‌জেলার গা‌রোবাজা‌রের সুজন না‌মের এক ব‌্যক্তির কা‌ছে বি‌ক্রি ক‌রেন ৭৫ হাজার টাকায়।  

ম‌া‌ছের ক্রেতা সুজন জানান, ক‌য়েকজন মি‌লে বিশালাকৃ‌তির বাঘাইড়‌টি ক্রয় ক‌রে ভাগ ক‌রে নি‌য়ে‌ছি।  

মা‌ছের মা‌লিক ও গো‌বিন্দাসী মাছ বাজার স‌মি‌তির সভাপ‌তি বাবলু হ‌ালদার জানান, সকা‌লে বেলকু‌চি যমুনা নদী থে‌কে বাঘাইড়টি কি‌নে বি‌ক্রি করার জন‌্য গো‌বিন্দাসী মাছ বাজা‌রে নি‌য়ে‌ছিলাম। প‌রে সেটি ৭৫ হাজার টাকায় বি‌ক্রি ক‌রে‌ছি।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।