ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে নতুন করে শীত, বিমান চলাচল বিঘ্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
নীলফামারীতে নতুন করে শীত, বিমান চলাচল বিঘ্ন

নীলফামারী: জেলায় আবার নতুন করে শীত জেঁকে বসেছে। বেড়েছে ঘন কুয়াশাও।

ফলে কারণে সৈয়দপুর বিমানবন্দরে স্বাভাবিক বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) জেলায় সূর্যের দেখা মেলেনি। ফলে খুব জরুরি কাজ ছাড়া লোকজন বাড়ির বাইরে কম বেড়িয়েছেন।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, এ অঞ্চলে শীতের তীব্রতা কিছুটা বেড়েছে। রোববার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। হালকা বাতাস বয়ে যাওয়ার কারণে একটু বেশি শীত অনুভূত হচ্ছে।

বিমানবন্দরে দৃষ্টিসীমা (ভিজিবিলিটি) ছিল মাত্র ১০০ মিটার। উড়োজাহাজ চলাচলে ভিজিবিলিটির প্রয়োজন দুই হাজার মিটার। বেলা ১২টার পর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। তবে সূর্যের মুখ দেখা যায় নি।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ জানান, সকালে ঘন কুয়াশা ছিল। দুপুরের পর কিছুটা পরিস্থিতির উন্নতি হয়। এরপর বিমান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

তবে কুয়াশার কারণে কোনো ফ্লাইট বাতিল করা হয়নি বলেও জানান এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।