ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে ধর্ষণ মামলার আসামি আশুলিয়া থেকে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
বদরগঞ্জে ধর্ষণ মামলার আসামি আশুলিয়া থেকে গ্রেফতার

রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলায় ধর্ষণ মামলার আসামি লিতুন মিয়াকে (২৮) ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)।  

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রংপুর র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক ফ্লাইট লে. মাহমুদ বশির আহমেদ।

 গ্রেফতার লিতুন উপজেলার শংকরপুরের মণ্ডলপাড়ার মো. আব্দুর করিমের ছেলে।

র‌্যাব জানায়, ১৪ জানুয়ারি লিতুনের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় পলাতক ছিলেন লিতুন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেফতারের জন্য র‌্যাব-১৩ এর কোম্পানি কমান্ডারের কাছে একটি অধিযাচনপত্র দেন। এর পরিপ্রেক্ষিতে শনিবার (৪ জানুয়ারি) ঢাকার আশুলিয়া থানার শ্রীপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে লিতুনকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার কথা স্বীকার করেছেন। পরে তাকে স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।