ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর ঘটনায় ২ বাস ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর ঘটনায় ২ বাস ভাঙচুর

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় আলফাজ হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুইটি বাস ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সূর্যনগর এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত আলফাজ ওই উপজেলার চরগুপ্তরকান্দা এলাকার আলম খানের ছেলে বলে জানা গেছে।  

স্থানীয়রা জানান, সকালে মহাসড়ক পার হচ্ছিল আলফাজ। এ সময় ঢাকা থেকে ভাঙ্গাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, শিবচর ও ভাঙ্গা থানার সীমান্তবর্তী স্থানে দুর্ঘটনাটি ঘটে। পরে ভাঙ্গা থানা পুলিশ ও শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং গোল্ডন লাইনের একটি বাস আটক করে শিবচর হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে যানবাহন চলাচল ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।