ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দক্ষিণখানে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
দক্ষিণখানে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

ঢাকা: রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ শরীফ উদ্দিন চৌধুরী নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানা পুলিশ।

বুধবার (৮ ফেব্রুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণখান কসাইবাড়ী রেল গেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপি উত্তরা বিভাগের দক্ষিণখান জোনের সহকারী কমিশনার (এসি) রাকিবা ইয়াসমিন জানান, অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ শরীফ উদ্দিনকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীসহ আশপাশের এলাকায় গাঁজা সরবরাহ করে আসছিলেন।

তার বিরুদ্ধে দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৩
পিএম/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।