ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে একদিনে ৫ সড়ক দুর্ঘটনা, স্বামীর সামনে ট্রাকচাপায় স্ত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
হবিগঞ্জে একদিনে ৫ সড়ক দুর্ঘটনা, স্বামীর সামনে ট্রাকচাপায় স্ত্রীর মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জের তিন উপজেলায় পৃথক ৫টি সড়ক দুর্ঘটনায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় স্ত্রী নিহতসহ ৩০ জন আহত হয়েছেন। আহতদের বেশিরভাগ হবিগঞ্জ ও সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত জেলার বানিয়াচং, শায়েস্তাগঞ্জ ও বাহুবল উপজেলায় এ পাঁচটি দুর্ঘটনা ঘটে। চারটি দুর্ঘটনাই ঘটেছে কুয়াশাচ্ছন্ন সড়কে।

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় মারা যাওয়া নারীর নাম রাহিনুল বেগম (৩০)। তিনি জেলার বানিয়াচং উপজেলা সদরের মজলিশপুর মহল্লার সোলায়মান মিয়ার স্ত্রী।

বানিয়াচং থানার ওসি কবির হোসেন বাংলানিউজকে জানান, সোলায়মান মিয়া তার স্ত্রী ও ২ সন্তান নিয়ে দত্তপাড়া থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। উপজেলা পরিষদ ফটকে পৌঁছানোর পর স্ত্রী রাহিনুল মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। তখন পেছন দিক থেকে আসা একটি ট্রাক মুহূর্তেই তাকে চাপা দেয়। মাথা থেঁতলে গিয়ে রাহিনুল ঘটনাস্থলেই মারা গেছেন।

দুর্ঘটনার পর সড়কে জড়ো হওয়া লোকজন উত্তেজিত হলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এগিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। নিহত নারীর মরদেহ বানিয়াচং থানায় নেওয়া হয়েছে।

রাহিনুল তার তিন জমজ সন্তান জুবায়ের মিয়া (৬), জাহিম মিয়া (৪) ও রাহিম মিয়াকে (২) রেখে গেছেন। তাদের বাবা সোলায়মান সম্প্রতি ছুটি নিয়ে ওমান থেকে ফিরেছেন। আগামী ১৬ ডিসেম্বর ফিরে যাওয়ার কথা ছিল।

শায়েস্তাগঞ্জ

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী কাভার্ডভ্যান ও একটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ২ জন আহত হন এবং ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

বাহুবলের চলিতাতলা

একইদিন সকাল ৮টায় বাহুবল উপজেলার চলিতাতলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে অন্তত ১০ জন বাসযাত্রী আহত হন। পরে হাইওয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার ও দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সড়ক থেকে অপসারণ করে।

বাহুবলের বাগানবাড়ি

পুলিশ জানায়, শুক্রবার সকাল ৯টায় বাহুবল উপজেলার বাগানবাড়ি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষে চালক-হেলপারসহ ২০ জন আহত হন। এ দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে।

বাহুবল ফায়ার সার্ভিস

এদিকে, বাহুবল ফায়ার সার্ভিসের সামনে দুটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের ৫ যাত্রী আহত হন। পরে হাইওয়ে পুলিশ গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি সড়ক থেকে অপসারণ করে।

হবিগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক

ভোর ৫টায় ঘন কুয়াশাচ্ছন্ন বাস হবিগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে একটি বটগাছে ধাক্কা দেয়। এতে বাসের ৫ যাত্রী আহত হয়েছেন বলে হাইওয়ে পুলিশ জানায়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, একদিনে ৫টি সড়ক দুর্ঘটনা সাম্প্রতিককালে হবিগঞ্জে ঘটেনি। হঠাৎ মহাসড়ক ঘন কুয়াশাচ্ছন্ন হয়ে যাওয়া এ দুর্ঘটনাগুলোর কারণ। পুলিশ হতাহতদের উদ্ধার করাসহ সব ধরনের সহযোগিতা করেছে।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।