ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নুরুল ইসলাম নাহিদের পিএস হলেন হাফিজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
নুরুল ইসলাম নাহিদের পিএস হলেন হাফিজ

ঢাকা: জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদের একান্ত সচিব (পিএস) নিয়োগ পেয়েছেন মো. আব্দুল্লাহ আল হাফিজ।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কলেজ অ্যাডুকেশন প্রজেক্টের (সিইডিপি) প্রোগ্রাম অফিসার (স্ট্রাটেজিক প্ল্যান) ও প্রাণিবিদ্যার সহকারী অধ্যাপক হাফিজকে এ নিয়োগ দিয়ে বুধবার (১৫ ফেব্রুয়ারি) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নুরুল ইসলাম নাহিদ যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা আব্দুল্লাহ আল হাফিজকে একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।